পোস্টগুলি

জানুয়ারী, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিভ্রান্ত

ছবি
 বিভ্রান্ত  বিছানায় শুয়ে প্রায় তিন ঘন্টা ধরে তুর্কি সিরিয়াল দেখতেছি।গত রাত তেমন ঘুম হয় নাই। আজ সিরিয়াল মাত্র এক ঘন্টা ত্রিশ মিনিট দেখার প্রতিজ্ঞা করেছিলাম কিন্তু বিশ্বাসঘাতকের শিরোচ্ছেদ দেখার আগ্রহ তিন ঘন্টা দেখতে বাধ্য করল।ঘুমানোর প্রস্থুতি সম্পন্ন করে যখন ডাটা বন্দ করব এমন সময় নটিফিকেশন বাজল।আমি অবাক হলাম কে আমাকে এত রাতে স্বরণ করল।এতো রাতে স্বরণ করার মত তো আমার কেউ নেই।মেসেন্জারে ঢুকে দেখি ফরাহান আমাকে লিখে দিল,  'ভাই,সাদিয়া,বুশরা,সামিায়া,নাদিয়ার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তাদের কে তাদের বাপের বাড়িতে দিয়েছি,মনে মনে ভাবছিলাম কয়দিন শান্তিতে থাকব কিন্তু এক যন্ত্রনা  শেষ হতে না হতেই আরেক যন্ত্রণা শুরু!এত যন্ত্রণা সহ্য করতে পারব না,তাই এখন খাবারের সাথে বিষ মিশ্রণ করতেছি।আমি যেন এই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি,'  এতটুকু পড়ে সাথে সাথে ফারহানকে কল দেই।ফারহানের কল থেকে রিপ্লাই এলে এই মুহুর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে  না।  আমার কাছে ফরহানের পরিবারের কারো নাম্বার নেই। আমি একা বিছানায় ছটফট করতেছি। এখন আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না,তৎক্ষনাত আমার মাথায় বুদ্বি এলো ফারহানের লে

তুমি এলে তোফাজ্জল হোসেন তুমি এলে                             আঁখি মেলে           দেখবে হাকালুকির দৃশ্য। মাঠে মাঠে                         ঘাটে ঘাটে                   আছে কত শস্য। দিকে দিকে                     ঝাঁকে ঝাঁকে                   পাখিরা উড়ে। তৃণের মাঠে                          পশুরা ছোটে,                  গবাদিপশুর ভীড়ে। ধান সোনালি,                        মাছ রূপালি,                আর কত রঙ্গের খেলা। বৃদ্ধ কৃষক                        কুচকুচে তক               কাজে নেই হেলা। সাদা সাদা বক                 করে ঝক ঝক,                         জমির আলে। ফাগুন মাসে                      সবুজ হাসে                      ফসলের মাঠে। ঋতুরাজ বসন্ত                   মনহয় শান্ত,                       গাছে ফুল ফুটে। গ্রামের রাস্তা                      বর্ষায় সস্তা!                    যায় জলের তলে। ঊর্মি মালায়                 জলের খেলায়        আছে সাঁতারের সুযোগ। মিষ্টি রোদে                     মনের স্বাদে                 করবে উপভোগ। আছে শাপলা                দিবে গলায় মালা,                    বর্ষাকালে গেলে। আর রয়েছে                       অনেকে দেখেছে,                   দেখবে তুমি এলে। ২৭/০৭/২০১৯