বিভ্রান্ত

 বিভ্রান্ত  বিছানায় শুয়ে প্রায় তিন ঘন্টা ধরে তুর্কি সিরিয়াল দেখতেছি।গত রাত তেমন ঘুম হয় নাই। আজ সিরিয়াল মাত্র এক ঘন্টা ত্রিশ মিনিট দেখার প্রতিজ্ঞা করেছিলাম কিন্তু বিশ্বাসঘাতকের শিরোচ্ছেদ দেখার আগ্রহ তিন ঘন্টা দেখতে বাধ্য করল।ঘুমানোর প্রস্থুতি সম্পন্ন করে যখন ডাটা বন্দ করব এমন সময় নটিফিকেশন বাজল।আমি অবাক হলাম কে আমাকে এত রাতে স্বরণ করল।এতো রাতে স্বরণ করার মত তো আমার কেউ নেই।মেসেন্জারে ঢুকে দেখি ফরাহান আমাকে লিখে দিল,  'ভাই,সাদিয়া,বুশরা,সামিায়া,নাদিয়ার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তাদের কে তাদের বাপের বাড়িতে দিয়েছি,মনে মনে ভাবছিলাম কয়দিন শান্তিতে থাকব কিন্তু এক যন্ত্রনা  শেষ হতে না হতেই আরেক যন্ত্রণা শুরু!এত যন্ত্রণা সহ্য করতে পারব না,তাই এখন খাবারের সাথে বিষ মিশ্রণ করতেছি।আমি যেন এই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি,'  এতটুকু পড়ে সাথে সাথে ফারহানকে কল দেই।ফারহানের কল থেকে রিপ্লাই এলে এই মুহুর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে  না।  আমার কাছে ফরহানের পরিবারের কারো নাম্বার নেই। আমি একা বিছানায় ছটফট করতেছি। এখন আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না,তৎক্ষনাত আমার মাথায় বুদ্বি এলো ফারহানের লেখাটি স্কিনশর্ট দিয়ে ফেইসবুকে পোস্ট দিলে হয় তো বা কাজে আসতে পারে। '  প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব ফারহানের পরিবারে সাথে যোগাযোগ করুন। ' লিখে পোস্ট দেওয়ার সাথে ফারহানের ভাই কমেনন্ট করল,  'আমি এখনই ফরহান ভাইকে দেখছি'।  আমি কিছুটা স্বস্তি পেলাম কারণ ফরহানের ঘরের মানুষ বিষয়টি জেনে গেছে।  ফারহানের ভাই আব্বু আম্মু বলে চিৎকার করে উঠে সোজা চলে যায় ফারহানের দরজার সামনে।  চিৎকার করে ডাকা শুরু করল  -ফারহান ভাই,ফারহান ভাই  কোনো জবাব নেই,কারণ আজ ফারহান প্রথম রুমের পরের রুমে ঘুমিয়েছে।  'এত রাত ডাকা ডাকি কি হয়েছে 'ফারহানের আব্বু বললেন।  -না আব্বু কিছু না, তাড়াতাড়ি সাবল নিয়ে এসো এখনি দরজা ভাঙ্গতে হবে। ফারহান ভাইর একটা এক্সিডেন্ট!  -তুমি সাবল নিয়ে আসো আমি এম্বুলেন্স কে খবর দিচ্ছি,ফরাহানের বাবা তার মাকে বললেন।  - বাবা তাড়া তাড়ি দরজা ভেঙ্গে ফেলো আমার ছেলে কে বাচাতে হবে।  -আমি দরজা ভাঙ্গতে ছি তুমি তাড়াতাড়ি ময়লা পানির ব্যাবস্হা কর ভইয়া বিষ খেয়েছেন!  ফারহান দরজা ভাঙ্গার শব্দ পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করে দরজা খুলে তাঁর ভাইকে ডাকাত ভেবে লাঠি দ্বারা আগাত করে আহত করল।  বাবা,মা,ভাই কে দেখা মাত্র ফরহান বলল  'আমার দরজা ভাঙ্গছো কেনো?'  -বাবা,তুই বিষ কেনো খেলে?  -আমি তো বিষ খাই নই! আমি ইঁদুর কে মারার জন্য খাবারের সাথে বিষ দিয়েছি!  ১৩/০৭/২০২০


মন্তব্যসমূহ